ডিইউজের সাবেক সভাপতি আবদুস শহিদ স্মরণে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৭: ৫২
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৯: ০৩

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সভাপতি আবদুস শহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ অনুষ্ঠান আয়োজন করে ডিইউজে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সহ-সভাপতি রাশেদুল হক, বাকের হোসেন, মোরসালিন নোমানী, খায়রুল বাশার ও সালাহউদ্দিন রাজ্জাক প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক নেতা আবদুস শহিদ ছিলেন সাংবাদিক সমাজের প্রিয় নেতা ও জাতীয়তাবাদী এবং ইসলামী চিন্তাচেতনার সংগঠক। তার স্মৃতি, কর্ম ও অবদান তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসন বিরোধী ছিলেন তিনি। বাংলাদেশের প্রশ্নে ও জাতির প্রশ্নে তিনি ছিলেন একনিষ্ঠ, আপোষহীন ও পেশাদার একজন সাব্যসাচী সাংবাদিক।

অনুষ্ঠানের শুরুতেই তার আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত