আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজয় দিবসে গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে ‘বাংলাদেশ ফেস্ট’

আমার দেশ অনলাইন

বিজয় দিবসে গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে ‘বাংলাদেশ ফেস্ট’

মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লক সংলগ্ন গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক আয়োজন ‘বাংলাদেশ ফেস্ট’। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের প্রতিনিধিত্বে শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপন করা হয় আটটি আলাদা স্টল। প্রতিটি স্টলে তুলে ধরা হয় বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা, সাংস্কৃতিক ঐতিহ্য, ভৌগোলিক বৈচিত্র্য এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম। শিক্ষার্থীদের উপস্থাপনায় ইতিহাস ও সংস্কৃতির এই প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।

এই আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা ছিল। পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের কণ্ঠে স্বাধীনতার গল্প ও বিজয়ের চেতনা প্রতিফলিত হয়, যা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয় পরিচয়ের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে।

আয়োজকরা জানান, ‘বাংলাদেশ ফেস্ট’ শুধু একটি দিবসকেন্দ্রিক অনুষ্ঠান নয়; এটি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, দেশের ইতিহাস জানার আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের একটি কার্যকর উদ্যোগ। এই আয়োজনের মাধ্যমে গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে বাংলাদেশের ইতিহাস ও চেতনা ধারণের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন