আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্ষতিকর কসমেটিক উৎপাদন ও বিক্রি বন্ধে ডিএমপির অভিযান

স্টাফ রিপোর্টার
ক্ষতিকর কসমেটিক উৎপাদন ও বিক্রি বন্ধে ডিএমপির অভিযান

মানবদেহের জন্যে ক্ষতিকর কসমেটিক উৎপাদন ও বিক্রির দায়ে রাজধানীর উত্তরা দক্ষিণখান থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মিথ্যা প্রচারণা ও প্রতারণার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্ট ‘মাউন্টেন কনজ্যুমার লিমিটেড’ নামক একটি কোম্পানীকে এক লাখ টাকা জরিমানা করেছে। কোম্পানিটি 'অর্গানিক হেয়ার অয়েল’ নামে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেলসহ বিভিন্ন কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উত্তরা দক্ষিণখান থানা এলাকায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. আল ইমরান এর নেতৃত্বে এবং দক্ষিণখান থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ডিএমপির নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে মোবাইল কোর্ট চালানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন