রাজধানীর রামপুরা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় রুস্তম হাওলাদার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজ থেকে ডেমরা অভিমুখী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত রুস্তম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ভাটারা থানার শাহজাদপুর খালপাড় এলাকার ৩ নম্বর ব্রিজ সংলগ্ন সু-বাস্তুর পেছনে বসবাস করতেন। নির্মাণাধীন ট্রপিক্যাল টাওয়ারের ৭তলায় তিনি সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
সকালে রাস্তা পার হওয়ার সময় ডেমরা অভিমুখী ‘অছিম পরিবহন’ বাসের নিচে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন। বাসের চাকায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে রামপুরা থানার এসআই মাজহারুল হক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

