৪ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫০

অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগসহ চার দফা দাবিতে এবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাসের সামনে অবস্থান কর্মসূচির জন্য যান ম্যাটস শিক্ষার্থীরা। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্যপরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পাশাপাশি চার দফা দাবি আজ দুপুরের মধ্যে বাস্তবায়ন না হলে একযোগে আমরণ অনশন কর্মসূচিরও ঘোষণা দেন তারা।

তবে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম নিয়ে বিশেষজ্ঞদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল মিলে সোমবার বেলা ১১টায় একটি আলোচনায় বসে। সেই আলোচনা ফলপ্রসূ না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্যপরিষদের সমন্বয়ক আহমদ উল্লাহ মানসুর বলেন, বেলা ১১টায় আমাদের প্রতিনিধি দল বিশেষজ্ঞদের সঙ্গে একটি মিটিংয়ে বসেছে। আমাদের দাবিগুলো মিটিংয়ে সমাধান না হলে আমরা পুনরায় নতুন কর্মসূচি ঘোষণা করব। তবে বর্তমানে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাইনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই চার দফা দাবিতে আন্দোলন করে আসছে ম্যাটস শিক্ষার্থীরা। ৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় শাহবাগ মোড় অবরোধ করে তারা। বিকেলে সচিবালয় ঘেরাও কর্মসূচি করতে গেলে পথে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়৷ এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ১৮ শিক্ষার্থী আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। 

এরপর গতকাল রাত নয়টার দিকে ম্যাটস শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন করে। সেখান থেকে রাতে শহীদ মিনারে অবস্থান ও দাবি আদায় না হলে আজ দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।

ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবি-

১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদে কর্মসংস্থান সৃষ্টি; অনতিবিলম্বে ৪ বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিমূলক কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছর ইন্টার্নশীপ চালু; প্রস্তাবিত-এলাইড-হেলথ প্রফেশনাল বোর্ড-বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড চালু করা; আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি।

বিষয়:

ম্যাটস

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত