রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, সন্ধ্যা ৬টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে রাকিব হাসান আরো বলেন, এখন পর্যন্ত আমরা চূড়ান্ত রিপোর্ট পাইনি। তাই এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও আমরা পাইনি।
এর আগে গত ১৬ জানুয়ারি উত্তরার ছয়তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয় জন মারা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

