আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) 'অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২' এর আওতায় রাজধানীর ১০টি থানায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজধানীর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সূত্রাপুর থানা থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ৪ জন, খিলগাঁও থেকে ৩ জন, হাজারীবাগ থেকে ১ জন, আদাবর থেকে ১ জন, কলাবাগান থেকে ১ জন, যাত্রাবাড়ী থেকে ৫ জন, দক্ষিণখান থেকে ২ জন, শাহবাগ থেকে ১ জন এবং বনানী থানা থেকে ১ জনকে আটক করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিটি থানা নিজ নিজ এলাকার অপরাধপ্রবণ ও সংবেদনশীল স্থানে তল্লাশি কার্যক্রম চালায়।

গ্রেপ্তারকৃত সকলকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...