আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনসিডিলের বিকল্প সিরাপের বড় চালানসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফেনসিডিলের বিকল্প সিরাপের বড় চালানসহ দুই মাদক কারবারি আটক
ছবি: আমার দেশ।

ফতুল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিলের বিকল্প ‘ফেয়ারডাইল’ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মতিন মনির (৪৮) ও মো. শমসের আলী (৩২)।

সোমবার (২৬ জানুয়ারি) ভোরে ইসদাইর নতুন রাস্তা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসদাইর নতুন রাস্তা এলাকায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় একটি নীল রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ল ১২-০৮৫৫) থেকে ৬৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ফেনসিডিলের বিকল্প ‘ফেয়ারডাইল’ উদ্ধার করা হয়। নিষিদ্ধ এ সিরাপ বহনের সাথে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ফায়ারডেল সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...