রাজধানীর খিলগাঁও এলাকায় এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহানুর রহমান ( ৪৪)। তিনি সোনালী ব্যাংক মতিঝিল শাখার অফিসার পদে কর্মরত ছিলেন।
সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ বলেন, সংবাদ পেয়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে খিলগাঁও ৪২৯/সি ছয় তলা বাড়ির তিন তালা নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, মানসিক ডিপ্রেশন থেকে গলায় লাগিয়ে আত্মহত্যা করেছে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান বলেন, তার ভাই সোনালী ব্যাংক মতিঝিল শাখা অফিসার পদে কর্মরত ছিলেন। দুই মাস আগে তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। ব্যাংকে তার ব্যক্তিগত কিছু লোন ছিলো। এসকল বিষয় নিয়ে বড় ভাই বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ছিলেন।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সবার অগোচরে তার রুমে দরজা বন্ধ করে সিলি ফ্যানের সাথে প্যান্ট প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয়। দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খিলগাঁও থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। মৃত শাহানুর রাজবাড়ী জেলার পাংশা থানার বিল গজারিয়া গ্রামের গ্রামের আব্দুর রহমান এর ছেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

