আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের সড়ক অবরোধে জলকামান, পুলিশসহ আহত ৭

স্টাফ রিপোর্টার
প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের সড়ক অবরোধে জলকামান, পুলিশসহ আহত ৭

প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীরা শাহবাগ মোড় অবরোধ করলে জলকামান দিয়ে পানি ছিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তিতে ৬-৭ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী পুলিশ এবং বাকিরা আন্দোলনকারী বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা।

সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা তিনটার দিকে কিছু সংখ্যক আন্দোলনকারী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের গেটে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলো।

বিজ্ঞাপন

সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাহবাগের কাঁটাবন মুখী সড়কের উপরে বসে পড়ে শতাধিক চাকরি প্রত্যাশী আন্দোলনকারী। এ সময় শাহবাগ থেকে কাটাবন মুখী সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটিয়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

এর আগে সড়কে অবস্থান নিয়ে চাকরি আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদের মধ্যে কেউ কেউ মাথায় জাতীয় পতাকা এবং কাপনের কাপড় পরে আসেন।

রমনা জনের ডিসি মাসুদ আলম আমার দেশকে জানান, ব্যস্ত এই রাস্তায় অবরোধ করার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত এভাবে রাস্তা অবরোধের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে বলে জানান তিনি। আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তির সময় তিনজন নারী-পুর লিস্ট আহত হয়েছেন বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন