আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি
ছবি: আমার দেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সংগঠনটি একটি মিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা শুরু করলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।

বিজ্ঞাপন

এ সময় তারা জাতীয় পার্টির নির্বাচন বাতিলের বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ ছাড়া তাদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

দুপুর ১টার পরে জুলাই ঐক্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করতে নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করে। জুলাই ঐক্যের অন্য সদস্যরা ইসলামিক ফাউন্ডেশনের সামনেই অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, কর্মসূচির অংশ হিসেবে আজ নির্বাচন কমিশন অভিমুখে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি। এছাড়া আগামীকাল ১৪ জানুয়ারি বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মার্চ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

এদিকে কর্মসূচি উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আনসার পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তারা জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন