আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের বিপক্ষে খেলে অবসরে যাচ্ছেন হিলি

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে খেলে অবসরে যাচ্ছেন হিলি

ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন অ্যালিসা হিলি। আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে ভারতের বিপক্ষে একাধিক সংস্করণের সিরিজ শেষে সব ধরনের ক্রিকেটকে গুডবাই বলে দেবেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের এই অধিনায়ক। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। ওয়ানডে সিরিজ শেষে ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত ওয়াকায় দিবারাত্রির টেস্ট খেলে অবসর নেবেন ৩৫ বছর বয়সি হিলি।

বিজ্ঞাপন

নিজের অবসর ঘোষণা দিয়ে উইলো টক পডকাস্টে হিলি বলেন, ‘মিশ্র অনুভূতি নিয়ে বলছি-ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ হবে অস্ট্রেলিয়ার হয়ে আমার শেষ সিরিজ। আমি এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে উৎসাহী। তবে শুরুর প্রতিযোগিতামূলক সেই মানসিকতায় ভাটা পড়েছে, তাই মনে হচ্ছে ক্যারিয়ার শেষ করার সময়টা এখনই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন