আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড সিমেন্ট দোকানের কর্মচারী আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে উত্তরখান এলাকা থেকে মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, আলমগীর বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ও আন্দোলন দমনে অর্থ যোগানদাতা ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন