
তফসিলবিরোধী মিছিল করায় শরীয়তপুরে আ. লীগ ক্যাডার গ্রেপ্তার
স্থানীয়রা জানান, রাত নামতেই প্রায় দুই শতাধিক আওয়ামী ক্যাডার মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কের দুই পাশ দখল করে নেয়। ‘তফসিল অবৈধ’, ‘তফসিল মানি না’ এমন নানা স্লোগানে কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের বেশির ভাগের মুখে ছিল মাস্ক।























