আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা

রংপুর বিভাগে আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ জন গ্রেপ্তার

রংপুর অফিস
রংপুর বিভাগে আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ জন গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে ছাত্র-জনতার উপর হামলাসহ নাশকতাকারী ও পরিকল্পনাকারী ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় বিভাগের দিনাজপুর থেকে ৪ জন এবং ঠাঁকুরগাও ও রংপুর থেকে ১ জন করে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের রংপুর রেঞ্জ।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন, দিনাজপুরের পৌর শাখা ছাত্রলীগের সদস্য মিম হোসেন, চেহেলগাজী ইউনিয়ন যুবলীগের সদস্য জগদীশ চন্দ্র দাস, ফুলবাড়ী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলী, বিরামপুর উপজেলা আওয়ামী লীগে সদস্য মাহমুদুর হোসেন ওরফে মিন্টু, ঠাকুরগাঁও আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সদস্য আল আমিন হোসেন।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে আমাদের সাঁড়াশি অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন