আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুলশানে বার ড্যান্সারের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

গুলশানে বার ড্যান্সারের গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুরের একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী পেশায় বার ড্যান্সার ছিলেন ও তার বিউটি পার্লারের ব্যবসা ছিল।

রোববার (১৮ জানুয়ারি) গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পুলিশের ধারণা, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এসআই মারুফ আহমেদ জানান, আমরা খবর পেয়ে দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার ওই ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের লোকের মুখে জানতে পারি নিহত সাদিয়ার আগে দুটি বিয়ে হয়েছিল। প্রথম ঘরের একটি পাঁচ বছরের মেয়ে সন্তান রয়েছে। তার কোনো স্বামীর সঙ্গেই সে ঘর করতো না। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে ও গলাকাটা রয়েছে। উনি ধর্ষিত হয়েছেন কি না বা গর্ভবতী ছিলেন কি না- মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

তিনি বলেন, গত শুক্রবার বড় বোনের সঙ্গে সর্বশেষ কথা হয় সাদিয়ার। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সাদিয়ার বড় বোন কালাচাঁদপুরে বাসায় এসে দরজায় তালা দেখতে পান। তালা ভেঙে ভেতরে ঢুকে বোনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি।

গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, “আমরা নুসরাতকে ডেকে এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন