আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে জাতীয় ফার্নিচার মেলা শুরু

অর্থনৈতিক রিপোর্টার

রাজধানীতে জাতীয় ফার্নিচার মেলা শুরু

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন ২০তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৫।

বিজ্ঞাপন

‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফআইএমএস)।

মঙ্গলবার আইসিসিবির রাজদর্শন হলে মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কেএম আখতারুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফার্নিচার শিল্প এখন দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ ফার্নিচার বিদেশেও রপ্তানি হচ্ছে। এবারের মেলার মূল লক্ষ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানো ও রপ্তানি বাজার সম্প্রসারণ।

মেলায় ৪৮টি ফার্নিচার কোম্পানি অংশ নিয়েছে। যারা ২৭৮টি স্টলে সর্বাধুনিক নকশা ও পণ্যের প্রদর্শনী করছে। শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি আরো প্রাণবন্ত হয়েছে। পাঁচ দিনব্যাপী চলা এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন