আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভুয়া মামলার অভিযোগ ব্যবসায়ীর, প্রতিকারে ৫ দপ্তরে চিঠি

স্টাফ রিপোর্টার
ভুয়া মামলার অভিযোগ ব্যবসায়ীর, প্রতিকারে ৫ দপ্তরে চিঠি

রাজধানীর সবুজবাগের ব্যবসায়ী আকবর হোসেন অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার এবং ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আকবর হোসেন বলেন, তিনি সততা এন্টারপ্রাইজের কর্ণধার হিসেবে সরকারি ঠিকাদারি ও সরবরাহকারীর কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে একটি চক্র তাকে টার্গেট করেছে। ‘তারা শুধু মিথ্যা মামলা দিয়েছে তা নয়, ভবিষ্যতেও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে হয়রানিমূলক মামলা করতে পারে,’ দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তার বাবা সাদেক আলী মাতবর সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। রাজনৈতিক কারণে তিনি একাধিকবার গ্রেফতার, রিমান্ড ও কারাভোগ করেছেন বলেও অভিযোগ করেন আকবর।

তিনি জানান, সর্বশেষ কোনো তদন্ত ছাড়াই যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। মামলায় ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করা হলেও তাকে ২৬ নম্বর আসামি করা হয়েছে। অথচ ঘটনার সময় তিনি বাসায় ছিলেন, যা মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রমাণ করা সম্ভব।

আকবরের অভিযোগ, “এই মামলাটি পূর্বপরিকল্পিতভাবে সাজানো হয়েছে। ব্যবসায়িক শত্রুরা এর পেছনে সক্রিয়।” তিনি নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলার অব্যাহতি এবং ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবি করেন।

এ বিষয়ে মামলার বাদী রাহাতুল জামান আবির বলেন, ‘আমি আকবর হোসেন নামে কাউকে চিনি না। মামলায় যার নাম এসেছে তাকেও আমি চিনি না।’

যাত্রাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (অপারেশন) খালেদ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন