আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্যাবলস ইন্ডাস্ট্রিতে আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু

আমার দেশ অনলাইন

ক্যাবলস ইন্ডাস্ট্রিতে আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু

আকিজ বশির গ্রুপ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো এক ধাপ অগ্রসর হলো। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে আকিজ বশির গ্রুপ এবং এমিনেন্স ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড কেবলস লিমিটেডের মধ্যে একটি সম্পত্তি অধিগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় আকিজ বশির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘আকিজ বশির এনার্জি লিমিটেড’ আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রক্রিয়ায় নিরাপদ ও টেকসই ওয়্যার ও কেবলস উৎপাদন শুরু করবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই বাজারে তাদের উৎপাদিত পণ্য সরবরাহ শুরু হবে।

বিজ্ঞাপন

এই শিল্পপ্রতিষ্ঠানে এক ছাদের নিচে সব প্রকার ওয়্যার ও কেবলস উৎপাদন সম্ভব হবে। শিল্পের উন্নয়ন ও বিদ্যুৎ নিরাপত্তায় অবদান রাখার লক্ষ্যেই এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আকিজ বশির গ্রুপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তসলিম মো. খান, চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম, সিনিয়র জেনারেল ম্যানেজার (কেবলস অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক, এমিনেন্স ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড কেবলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. মাসিউল হক, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আদিল চৌধুরী, ডিএমডি সৈয়দ রইস উদ্দিন, লংকাবাংলা ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর হুমায়রা আজম, রুপালী ব্যাংকের ডিএমডি হাসান তানভির, এক্সিম ব্যাংকের ডিএমডি মাকসুদা খানম সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা।

আকিজ বশির গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিকতা, নিরাপত্তা ও মানের কোনো আপস নয়—এই মূলনীতিকে সামনে রেখেই তারা কেবলস শিল্পে যাত্রা শুরু করেছে, যা ভবিষ্যতে দেশের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...