আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পথযাত্রায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার দাবি এবং সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি ভাষায় স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল—‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল-সবুজের পতাকায়, ইনকিলাবের পতাকায়, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

ইনকিলাব মঞ্চের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ‘মার্চ ফর ইনসাফ’ শাহবাগ থেকে সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকা অতিক্রম করে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের জানান, পথযাত্রায় প্রায় ১০টি পিকআপ ব্যবহার করা হচ্ছে, যেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। দীর্ঘ এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনতা সৃষ্টি এবং দাবিগুলো জনসম্মুখে তুলে ধরাই তাদের লক্ষ্য।

ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ বলেন, শহীদ হাদি হত্যার বিচার দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় ক্ষোভ থেকেই এই কর্মসূচি। তাদের দাবি, শুধু খুনি নয়, হত্যার পরিকল্পনাকারী, সহযোগী ও আশ্রয়দাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।

hadi-3

ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবি হলো—১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। ৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন