৫ দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৫: ৫৩

ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত অর্থ ফেরত ও অবৈধ নিয়োগ বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর)রাজধানীর উত্তরায় ইসলামী ব্যাংক সোনারগাঁ জনপদ শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত মানববন্ধন থেকে ব্যাংকটির হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার তাগিদে ৫ দফা দাবি উত্থাপন করা হয়।

গ্রাহক ফোরামের পক্ষ থেকে মানববন্ধনে উত্থাপিত দাবিগুলো হলো :

১। ব্যাংক অবৈধভাবে দখলকারীদেরকে মামলা দিতে হবে এবং গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ করতে হবে।

২। ইসলামী ব্যাংক থেকে লুটপাটকৃত সকল অর্থ ফেরত আনতে হবে এবং এর সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে হবে।

৩। যারা বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ব্যাংকের সুনাম সুখ্যাতি ধ্বংস করছে, তাদেরকে মামলা দিতে হবে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৪। ব্যাংক শতভাগ ফ্যাসিজম মুক্ত করতে হবে এবং অবৈধ নিয়োগকৃতদের অবিলম্বে ছাঁটাই করতে হবে। এবং

৫। নতুন করে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। যারা নিজেদেরকে যোগ্যতার সাথে ইসলামী শরিয়া নিশ্চিত করে ব্যাংকটি পরিচালনার মধ্য দিয়ে আবার মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন -নাজমুল আহসান, কামরুল হাসান, গাজী মনির হোসাইন, আহসান হাবীব, জিয়াউর রহমান, ফিরোজ আলম, আনোয়ার হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বিপুল জনগোষ্ঠীর আস্থা ও ভালোবাসার প্রতীক। প্রতিষ্ঠালগ্ন থেকে এই ব্যাংক সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার পথিকৃৎ হিসেবে কাজ করে আসছে। কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের সময় ব্যাংকটি দখল করে প্রায় দেড় লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পটিয়া উপজেলা থেকে প্রায় ১২ হাজার অযোগ্য ও অদক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, যা ব্যাংকের নিয়ম ও নীতিমালার পরিপন্থী।

এসময় ইসলামী ব্যাংককে দেশের অর্থনীতির একটি ভিত্তি আখ্যা দিয়ে ব্যাংকটির ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র থেকে রক্ষার দাবি জানান তারা।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত