তিন ইস্যুতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বেলা ১১টা থেকে ছাত্রদল পুনরায় নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করছে।
ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে, যেখানে ছাত্রদলের নেতা–কর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।
তিনটি মূল ইস্যুকে কেন্দ্র করে ছাত্রদলের নেতারা বলছেন, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করতে হবে। এছাড়া, ইসির হঠকারী সিদ্ধান্ত ও বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।
রোববারও ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছে। এরপর তাদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল কমিশনারদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
সভায় ছাত্রদলের বক্তব্য যৌক্তিকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে কমিশন। এর পরিপ্রেক্ষিতে আজকের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি
ছাত্রশিবিরের