আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদীর মৃত্যুতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শোক

আমার দেশ অনলাইন

ওসমান হাদীর মৃত্যুতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ গভীর শোক প্রকাশ ও বিচার দাবি করছে। তার এই মৃত্যু শুধু একজন তরুণ প্রতিবাদী কণ্ঠের নিভে যাওয়া নয়; বরং ন্যায়, অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পথে এগিয়ে চলা একটি প্রজন্মের জন্য গভীর বেদনার ঘটনা।

শরিফ ওসমান হাদী জুলাই বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত হয়ে সাহসিকতার সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন। তার কণ্ঠ ছিল অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি এ দেশের আপামর মুক্তিকামী মানুষের আধিপত্যবাদবিরোধী আকাঙ্ক্ষার কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ তার শহীদি আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে, হাদীর অপূরণীয় কাজ ও তার আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে তার সহযোদ্ধা এবং দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ থাকবেন।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শরিফ ওসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে—দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত জুলাই বিপ্লবীসহ সকল সচেতন ও প্রতিবাদী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার রক্ষায় কোনো আপস গ্রহণযোগ্য নয়।

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই শহীদ ও নিহতদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ন্যায়, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে তার অবস্থান অব্যাহত রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন