সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় কর্তৃপক্ষ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ মহান আল্লাহর দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করার প্রার্থনা জানিয়েছে । একইসঙ্গে শোকাহত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পায়, সেজন্যও বিশেষ দোয়া করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

