আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতি হারালো এক আপসহীন নেতৃত্ব : মো. ফখরুল ইসলাম

আমার দেশ অনলাইন

জাতি হারালো এক আপসহীন নেতৃত্ব : মো. ফখরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম।

আজ, ৩০ ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই শোক জানিয়েছেন।

বিজ্ঞাপন

এক শোকবার্তায় মো. ফখরুল ইসলাম বলেন, 'বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নাম। আপসহীন সাহস, দৃঢ় অবস্থান আর জনগণের অধিকারের প্রশ্নে তাঁর অটল ভূমিকা জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। ইতিহাসের পাতায় এক বেদনাবিধুর অধ্যায় যোগ করে না ফেরার দেশে পাড়ি দেওয়ায় নিস্তব্ধ হয়ে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গন। যিনি ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক আর গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল কণ্ঠ।'

তিনি আরও বলেন, 'স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে তিনি কখনো মাথা নত করেননি। কারাবরণ, নির্যাতন ও অসুস্থতার মাঝেও দেশ ও মানুষের কথা ভোলেননি। তাঁর এই ত্যাগ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।'

মো. ফখরুল ইসলাম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিস্তব্ধ হয়ে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ইতিহাসের পাতায় এক বেদনাবিধুর অধ্যায় যোগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। যিনি ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল কণ্ঠ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ জাতি, অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানাচ্ছে এক সাহসী নেতৃত্বকে।'

ফখরুল ইসলাম বলেন, 'আজ জাতি হারালো এক আপসহীন নেতৃত্ব, হারালো গণতন্ত্রের এক দৃঢ় কণ্ঠস্বর। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...