আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

আমার দেশ অনলাইন

ডুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স 'থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং (আইসিএমএমপিই-২০২৬)' শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মিসেস ফারজানা মমতাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। উপাচার্য তার বক্তব্যে বলেন, 'চতুর্থ শিল্পবিপ্লব ন্যানোটেকনোলজি, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস, থ্রিডি প্রিন্টিং, শক্তি সঞ্চয়, বৈদ্যুতিক যানবাহন, রোবোটিক্স ও স্মার্ট ম্যাটিরিয়ালসের মাধ্যমে মানব সভ্যতাকে সমৃদ্ধ করছে। আমাদের উদ্ভাবনগুলোকে কাজে লাগিয়ে যন্ত্রকৌশল অনুষদের প্রকৌশলীরা দেশ ও জাতিকে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দেবে।'

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, 'মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন শুধু যন্ত্রপাতি নয়, বরং ন্যানো ম্যাটেরিয়ালস, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, এনার্জি এফিশিয়েন্ট সিস্টেম, হাইড্রোজেন এনার্জি ও নবায়নযোগ্য প্রযুক্তির মাধ্যমে মানব সভ্যতায় ব্রেকথ্রু তৈরি করছে। গবেষণামূলক দৃষ্টিভঙ্গি ও নতুন আইডিয়া বাস্তবায়নে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

কনফারেন্সের চেয়ার ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং বলেন, 'প্রকৌশল প্রযুক্তির সর্বাধুনিক জ্ঞানের বৈশ্বিক বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে এ কনফারেন্স আগামীর টেকসই পৃথিবী গড়ে তুলবে।' অরগানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. এ এন এম মোমিনুল ইসলাম মুকুট বলেন, 'আইসিএমএমপিই-২০২৬ তরুণ গবেষকদের অভিজ্ঞ একাডেমিশিয়ান ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করেছে।'

কনফারেন্সের প্রথম দিনে জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকিও মিয়ারা, টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমিচি ওবারা, অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিজিং ওয়াং, এবং ইন্দোনেশিয়ার পলিটেকনিক পারকাপালান নেগেরী’র ড. মুহাম্মদ আনিস মুসফিরিন সহ আন্তর্জাতিক বক্তারা বক্তব্য রাখেন। দুইদিন ব্যাপী কনফারেন্সে মোট ১৯৫টি পেপার বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, চীন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের গবেষকরা উপস্থাপন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...