আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্যারিবি ও পিকাবোর সমঝোতা স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

ক্যারিবি ও পিকাবোর সমঝোতা স্বাক্ষর

দেশের শীর্ষ লজিস্টিকস ও ডেলিভারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্যারিবি ই-কমার্স ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করতে শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবোর সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় ক্যারিবি দেশব্যাপী লজিস্টিকস নেটওয়ার্ক ব্যবহার করে পিকাবোর সব পার্সেল ডেলিভারির দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ক্যারিবির লজিস্টিকস সাপোর্ট সিস্টেমের সঙ্গে পিকাবো প্ল্যাটফর্মের সমন্বয়ের মাধ্যমে অর্ডার প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর হবে।

ক্যারিবি জানিয়েছে, এই অংশীদারত্ব তাদের অপারেশনাল সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। অন্যদিকে পিকাবো কর্তৃপক্ষ এটিকে তাদের দীর্ঘমেয়াদি লজিস্টিকস কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে।

লজিস্টিকস ও ই-কমার্স খাতের সংশ্লিষ্টদের মতে, এ ধরনের চুক্তি দেশের ই-কমার্স ও লজিস্টিকস খাতে ক্রমবর্ধমান সমন্বয়ের প্রতিফলন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...