ডেসকো বোর্ডের নতুন চেয়ারম্যান মো. সানোয়ার জাহান
আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮: ৩৭

ডেসকো বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
সোমবার আয়োজিত ডেসকোর পরিচালনা পর্ষদের ৫২০তম সভায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
সদ্য বিদায়ী ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও মুহাম্মদ রফিকুল ইসলাম গত বছরের ৩০ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছিলেন।
সভায় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অব.), পরিচালনা পর্ষদের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com