আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শরীয়তপুরে ১৭০তম নড়িয়া শাখা উদ্বোধন করলো যমুনা ব্যাংক

আমার দেশ অনলাইন

শরীয়তপুরে ১৭০তম নড়িয়া শাখা উদ্বোধন করলো যমুনা ব্যাংক

যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে শরিয়তপুরে ১৭০তম "নড়িয়া শাখা" উদ্বোধন করলো যমুনা ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. আব্দুস সালাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এনআরবি ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স এবং ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান মো. আব্দুস সোবহান।

অনুষ্ঠানে ব্যাংকের খুলনা জেলার আঞ্চলিক প্রধান, পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সম্মানিত গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউরোপ, বিশেষ করে ইতালি থেকে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরা হয়। ইতালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী নিয়মিতভাবে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

যমুনা ব্যাংক পিএলসি বিশ্বব্যাপী শক্তিশালী রেমিট্যান্স অংশীদারিত্বের মাধ্যমে প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ ও দ্রুততার সঙ্গে তাদের সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিচ্ছেন, যা এই নতুন নড়িয়া শাখার মাধ্যমে আরও সহজ হবে।

নড়িয়া শাখা চালুর ফলে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...