বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।
মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও মহাসচিব স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অসামান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন।
এতে আরো বলা হয়, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় তাঁর অদম্য ইচ্ছাশক্তি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সকলকে অনুপ্রাণিত করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

