ভারতে পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি জানান, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুষ, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান ও মেয়ে শাফিয়া তাসনিম খানের বিরুদ্ধে ২০২৪ সালের ৯ অক্টোবর পৃথক চারটি মামলা দায়ের করা হয়। একই দিন কামালের তৎকালীন এপিএস মনির হোসেনের বিরুদ্ধেও একটি মামলা হয়। এরমধ্যে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়। চার্জশিটে তার স্ত্রী ও সন্তানদেরও দুর্নীতিতে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়। এ মামলার বাদী ছিলেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
সূত্র জানায়, মামলার এজাহারে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হলেও তদন্ত শেষে চার্জশিটে এ অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকা। এ সম্পদগুলো তার জ্ঞাত আয়বহির্ভূত বলে উল্লেখ করেছে দুদক।
সূত্র জানায়, এছাড়া তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবে মোট ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে। আসামিরা বাড়ি নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে ১৫ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৮৫১ টাকার অবৈধ অর্থের উৎস গোপন বা আড়াল করতে পরস্পরকে সহযোগিতা করারও অভিযোগ আনা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

