শিবলীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৫৬
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৫৮

পৌনে চার কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞেসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এর আগে সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বেলা ১২টার দিকে রিমান্ড শুনানির জন্য এজলাসে তোলা হয় তাকে। এদিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অপর দিকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন দুদকের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে ওই আদেশ দেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

এর আগে ঘুষ গ্রহণের অভিযোগে বিএসইসি সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ মামলায় এজাহারভুক্ত অপর আসামিরা হলেন- মোনার্ক হোল্ডিং ইনকর্পোরেশনের চেয়ারম্যান জাবেদ এ. মতিন, ঝিন বাংলা ফেব্রিক্সের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ভাইস প্রেসিডেন্ট ও শাখার অপারেশন ম্যানেজার ইকবাল হোসেন ও ব্যাংকটির অডিট অ্যান্ড ইনপেকশন ডিপার্টমেন্ট এবং সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

এর আগে ৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিবলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত