পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের দায়ের হওয়া মামলা নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
তিনি বলেন, টিউলিপ বাংলাদেশী নাগরিক। তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে তিনি যে দাবি করেছেন তা একটা মিথ্যাচার।
মঙ্গলবার বেলা ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ সব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপের মামলা নিয়ে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোন অবনতি হয়নি। এটা টিউলিপের অপপ্রচার।
তিনি আরো বলেন, টিউলিপের মাছের ঘেরের যে ট্যাক্স ফাঁকি দিয়েছেন সেটি তদন্ত চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


প্রধান উপদেষ্টা ও দুদককে টিউলিপের উকিল নোটিশ