রিমান্ড শেষে কারাগারে সালমান-মামুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৭: ৪২

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই বিপ্লবে জিসান হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান।

বিজ্ঞাপন

এর আগে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কাউছার হুসাইন। গত ২০ জানুয়ারি এ মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড নেয়ার আদেশ দিয়েছিলেন আদালত।

গত বছরের ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় একাধিক বার রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।

এদিকে গত বছরের ৩ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর তাকেও বিভিন্ন মামলায় দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত