এটিএম আজহার খালাস

আদালত প্রাঙ্গণে জামায়াত নেতাকর্মীদের শোকরানা নামাজ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৫: ১৭
আপডেট : ২৭ মে ২০২৫, ১৭: ২৫
এ টি এম আজহারুল ইসলাম

আওয়ামী লীগের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাস পাওয়ায় আজ মংগলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে শোকরানা নামাজ পড়েন দর্শ নাথী এবং জামায়াত নেতা-কর্মীরা।

রায়ের পর সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে নেতাকর্মীরা রায় পরবতী শুকরিয়া নামাজ আদায় করেন। এ সময় আদালতে আগত দশনাথী,সাধারন আইনজীবী এবং জামায়াত নেতা কমীরা দুই রাকা'ত নামাজ পড়েন।

বিজ্ঞাপন

এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্নাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ টি এম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের রায় বাতিল করে আজ রায় ঘোষণা করেন। ফলে মৃত্যুদণ্ড থেকে খালাস পান এটিএম আজহারুল ইসলাম।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত