আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেরপুর জামায়াত নেতা হত্যাকাণ্ড

ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

স্টাফ রিপোর্টার

ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে
ছবি: সংগৃহীত।

শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যকার সহিংসতা এবং জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আজাদ মজুমদার বলেন, শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজসহ উপস্থিত যারা ছিল তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, যারা প্রকৃতপক্ষে দায়ী তাদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলাবাহিনী কাজ করছে।

তিনি বলেন, ঢালাও একটা গ্রেপ্তার অভিযান না করে যারা ঘটনার জন্য প্রকৃতপক্ষে দায়ী তাদেরকে সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে তাদেরকে যেন গ্রেপ্তার করা যায় সে জন্য পুলিশ খুব নিবিড় ভাবে তদন্ত করছে। নিরাপরাদ কেউ যেন গ্রেপ্তার না হয়, কেউ যাতে হয়রানির শিকার না হয়, প্রকৃত অপরাধীরা যাতে কেউ ছাড় না পায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন