২০১৬ সালে রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। অপর দুজন হলেন— পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ দুই আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে।
এদিন প্রসিকিউশনের পক্ষে থেকে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। শুনানি শেষে তিনি অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই গভীর রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট । ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ যুবককে গুলি করে হত্যা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

