আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগামীকাল ফেনী যাচ্ছেন ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি, ফেনী

আগামীকাল ফেনী যাচ্ছেন ডা. শফিকুর রহমান
ছবি: আমার দেশ

১১ দলীয় জোটের প্রধান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার ফেনী আসছেন। এদিন সকাল ১০টায় তিনি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে দলের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছে জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা।

বিজ্ঞাপন

এসময় তারা জানান, সকাল ৮টা থেকে জনসভা শুরু হবে। ১০টায় আমিরে জামায়াত বক্তব্য দেবেন। সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরো নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এরপর জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিগত সময়ে টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামে সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই শহীদদের কবর জিয়ারত, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় এবং দাগনভূঞার পথসভায় বক্তব্য দেবেন।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের জেলা আমির মুফতি আবদুল হান্নান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মাস্টার সামছুদ্দিন, ফেনী-১ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের ১১ দলীয় প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ফেনী-৩ আসনে জামায়াত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...