আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রস্তুত হচ্ছে মঞ্চ

২০ বছর পর রংপুরে আসছেন তারেক রহমান

রংপুর অফিস

২০ বছর পর রংপুরে আসছেন তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর আবারও রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে রংপুরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত থেকে শুরু করে নির্বাচনি জনসভা—সব মিলিয়ে রংপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে তারেক রহমানের এই আগমন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, আগামী শুক্রবার বিকালে তারেক রহমান পীরগঞ্জে জুলাই আন্দোলনে নিহত প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, দলের চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আমরা বিশ্বাস করি, শুক্রবারের জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

রংপুরের দীর্ঘদিনের বৈষম্যের কথা তুলে ধরে তিনি বলেন, রংপুর বরাবরই অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। আমরা আশা করছি, বিএনপির নেতৃত্বে আগামী দিনে এই বৈষম্য দূর হবে এবং রংপুর একটি টেকসই উন্নয়নের ধারায় যুক্ত হবে।

রংপুরের সার্বিক উন্নয়নের দাবিতে তারেক রহমানের কাছে একাধিক প্রস্তাবনা পাঠানো হয়েছে বলেও জানান তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে— তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, ভারী শিল্প ও গ্যাস সংযোগ প্রদান, কৃষিবিদ প্রকল্প বাস্তবায়ন, পর্যটনশিল্প আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন, রংপুর বিভাগের প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল গঠন, বিদেশি বিনিয়োগের মাধ্যমে বহুজাতিক শিল্পকারখানা স্থাপন, সব সড়ক এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত করা, বন্ধ স্থলবন্দরগুলো পুনরায় চালু, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের নামে একটি বৃহৎ প্রতিষ্ঠান স্থাপন।

জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরির চূড়ান্ত কাজ চলছে। নির্বাচনি জনসভার মাঠকে ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে মাইক লাগানো হচ্ছে। দলের নেতারা সার্বিক কার্যক্রম তদারকি করছেন। এদিকে নির্বাচনি জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করবে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শাহাজান আলী জানান, তারেক রহমানের নির্বাচনি জনসভার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাঠ পরিদর্শন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কাজ করছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন