আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জলঢাকায় বিএনপি সভাপতিসহ ১০ জনের জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

জলঢাকায় বিএনপি সভাপতিসহ ১০ জনের জামায়াতে যোগদান

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নে বিএনপির ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার দুপুরে শিমুলবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘুঘুমারী গ্রামে জামায়াতের নির্বাচনি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন শিমুলবাড়ি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

এ সময় শফিকুল ইসলাম বলেন, বর্তমান বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং ভিন্নমুখী রাজনীতিতে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এই রাজনীতির মাধ্যমে দেশের প্রকৃত স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষা সম্ভব নয়। এ কারণেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানান।

জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ, নৈতিক রাজনীতি, সামগ্রিক কার্যক্রম ও দেশপ্রেম তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়, ইনসাফভিত্তিক, শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি সহযোদ্ধাদের নিয়ে জামায়াতে যোগদান করেছেন।

অনুষ্ঠানে জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এবং ছাত্রশিবির নীলফামারী জেলা সভাপতি তাজামুল হাসান ফুলের মালা দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।

এ সময় শিমুলবাড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ স্থানীয় ওয়ার্ড নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে ফয়সাল মুরাদ বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিচালিত হয়। এ সময় তিনি নতুন যোগদানকারীদের ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...