আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৯ বছর পর বগুড়ায় জনসভায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার

১৯ বছর পর বগুড়ায় জনসভায় তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ার মাটিতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত ১১টার ৪৫ মিনিটে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেন তিনি। এর আগে সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান।

দীর্ঘ ১৯ বছর পর প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন আর তোরণে। জনসভার নির্ধারিত সময়ের অনেক আগেই আলতাফুন্নেছা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে, যার রেশ ছড়িয়ে পড়েছে পাশের সড়কগুলোতেও।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন