শহীদ সাংবাদিক ফরহাদ খাঁ স্মরণ সভায় বক্তারা বলেছেন, ফরহাদ খাঁ ছিলেন মানবিক সাংবাদিকতার উৎকৃষ্ট প্রথিকৃত।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন। বন্ধুজন সংগঠন এ সভার আয়োজন করে।
বক্তারা বলেন, সাংবাদিক ফরহাদ খাঁ গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়াতেন না। তার চিন্তায় থাকতো মানুষের উপকার করা, চলাফেরা করতেন সাদামাটা , সাংবাদিকতায় লেখনীতে তিনি ছিলেন অনন্য অতুলনীয়। তার মতো পর উপকারী বর্তমানে পাওয়া দুষ্কর।
সভায় বক্তারা আরো বলেন সাংবাদিক ফরহাদ খাঁ খুব আশাবাদী লোক ছিলেন। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কাজের সঙ্গে নিজে থাকতেন না। অন্যদের নিরুৎসাহিত করতেন। খেটে খাওয়া মানুষের সঙ্গে থাকতেন। তার চিন্তায় থাকতো সবাইকে সচেতন করে সমাজের প্রতি ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা।
শহীদ সাংবাদিক ফরহাদ খাঁর একমাত্র মেয়ে আইরিন পারভীন স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আমার আপনজন কেউই নেই। আমি জীবন্ত লাশ হিসেবে বেঁচে আছি। আপনাদের কাছে আমার একটাই দাবি আমার বাবার বিচারের রায় যাতে দ্রুত কার্যকর হয়।
উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বন্ধুজনের আহবায়ক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু। স্মৃতি চারণ করে বক্তব্য দেন ডা. মোক্তাদির, আতিকুল ইসলাম , নান্টু রায়, আবদুল বারী, শহিদুল ইসলাম, শেফালী দেউসী, আশা মনি, সিকদার আব্দুল ছালাম, গোলাম নবী ও জয়া শহীদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

