কক্সবাজার শহরে মায়ের সম্পত্তির ভাগ চাইতে গিয়ে আপন মামার হাতে খুন হয়েছেন নুরুল আমিন মুন্না নামের এক যুবক। বৃহম্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের রুমালিয়ারছড়া বাচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্নার পারিবারিক সূত্রে জানায়, এক মাস আগে মুন্নার সাথে জমি নিয়ে তার নানীর সাথে বাকবিতন্ডা হয়। সে ঘটনার জের ধরে এক মাস পর মামা হামিদ উল্লাহরসহ তার ছেলেরা মিলে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে মুন্নাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মর্গের সামনে কাজল নামের এক তরুণী জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর শুক্রবার (৩০ জানুয়ারি) তাদের বিয়ে হওয়ার কথা ছিল। মুন্নাকে বাঁচাতে গিয়ে সেও তাদের হাতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নিহত মুন্নার প্রেমিকা কাজল।
এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন সাংবাদিকদের জানায়, মুন্নার লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডে কারা জড়িত- তা নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
পুলিশের তথ্য বলছে, রুমালিয়ারছড়ার সমিতি বাজার এলাকার নুরুল আমিন মুন্না শহরের শীর্ষ সন্ত্রাসী। বহু মামলার আসামি। এ নিয়ে গণমাধ্যমে বেশ কয়েকবার মুন্নার বিরুদ্ধে সংবাদও প্রকাশ হয়েছিল। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ কয়েকবার আটকও হয়েছিলেন নিহত ওই নুরুল আমিন মুন্না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

