আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

ইসির ১১৯ মামলা, জরিমানা সোয়া ১২ লাখ টাকা

স্টাফ রিপোর্টার

ইসির ১১৯ মামলা, জরিমানা সোয়া ১২ লাখ টাকা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৮ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ১১৯টি মামলা এবং ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এবং এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মাঠপর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মামলা-জরিমানার মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে কেউ বিধিমালা অমান্য না করে।

ইসির প্রতিবেদন অনুযায়ী, এ সময়কালে দেশের ১৭৬টি নির্বাচনি এলাকায় মোট ১৯২টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়। এসব ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা এবং ১১৯টি মামলা করা হয়েছে।

ত্রয়োদশ নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচার চালাতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন