আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাসাবোতে গণভোটের প্রচারে ধর্ম উপদেষ্টা

দায়িত্ব নেয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি

স্টাফ রিপোর্টার

দায়িত্ব নেয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি
ছবি: আমার দেশ।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফেরার জন্য প্রস্তুত।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভাটির আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার এবং ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন।

ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে একবার ক্ষমতায় বসলে ছলেবলে কৌশলে চেয়ার ধরে রাখার দুঃখজনক প্রবণতা রয়েছে। তবে তারা দায়িত্ব নেওয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তিনি জানান, ইতোমধ্যে অনেক উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট স্যারেন্ডার করেছেন।

তিনি বলেন, ‘আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি—একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব।’

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হবে। গণভোটে ‘হ্যাঁ’ পাশ হলে দেশে আর কোনোদিন স্বৈরতন্ত্রের জন্ম হবে না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে উল্লেখ করে তিনি সকলকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ১২ ফেব্রুয়ারি ভোট দিতে গেলে ভোটারদের দুটো ব্যালট দেওয়া হবে—একটি সাদা, আরেকটি গোলাপি। সাদা ব্যালটে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া হবে এবং গোলাপি ব্যালটের মাধ্যমে জনপ্রতিনিধিরা কীভাবে দেশ পরিচালনা করবে, সে বিষয়ে গাইডলাইন নির্ধারণ করা হবে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার আহ্বান জানান।

জুলাই সনদের প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। তবে দীর্ঘ ৫৪ বছরে এ তিনটি লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিভিন্ন সময়ে সংবিধানকে সুটকেসবন্দী করা হয়েছে, আবার সংবিধানের দোহাই দিয়ে নিপীড়নমূলক শাসনও চালানো হয়েছে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরো বক্তব্য দেন রমনার সেন্ট মেরীস্ ক্যাথেড্রাল চার্চের প্রধান পালক ফাদার আলবার্ট টমাস রোজারিও, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পিউস কস্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...