টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না- পাকিস্তান এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বৈশ্বিক আসরে খেললেও শুধু ভারত ম্যাচ বয়কট করতে পারে- এমন খবরও শোনা যাচ্ছে। তবে এসবে কান না দিয়ে পাকিস্তান বিশ্বকাপে খেলছে- সেটা ধরেই প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে লঙ্কানরা নিচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি। সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচটি মাঠে গড়ানোর কথা। হাইভোল্টেজ ম্যাচটির নিরাপত্তা জোরদার করতে সশস্ত্র বাহিনীর এলিট ফোর্স মোতায়েন করতে যাচ্ছে শ্রীলঙ্কান সরকার।
শুধু ভারত-পাকিস্তান ম্যাচেই নয়, শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপের সব ম্যাচেই সশস্ত্র বাহিনীর এলিট ফোর্স মোতায়েন করবে তারা। তবে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোর ওপর বাড়তি গুরুত্ব দেবেন লঙ্কান কর্মকর্তারা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে এএফপিকে বলেন, ‘টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’
পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোকে বিশ্বকাপের সব দলের নিরাপত্তায় ব্যবহার করা হবে। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়ার পর আবার বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র নিরাপত্তার আওতায় থাকবেন খেলোয়াড়রা।’
ভারতের সঙ্গে এবার বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সব মিলিয়ে ২০টি ম্যাচ হবে। ‘এ’ গ্রুপ থেকে একে অপরকে মোকাবিলা করবে ভারত ও পাকিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

