আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, শ্রীবদী (শেরপুর)

জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের(৪২) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার সময় গোপালখিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাযের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

নিহত রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, রেজাউলের বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে আছেন। বাড়ির ভেতর থেকে নারীদের উচ্চস্বরে কান্নার আওয়াজ ভেসে আসছিল। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে এসে স্বান্তনা দিচ্ছেন।

রেজাউলের বাড়িতে সান্ত্বনা দিতে আসা জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেন, আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন