আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রতি আসনে লড়বে ১৫৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু আজ শুক্রবার থেকে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার আসনপ্রতি লড়বে ১৫৪ জন শিক্ষার্থী। বেলা ১১টায় কুমিল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বুধবার সংবাদ সম্মেলন ও বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবার ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষা দেবেন।

বিজ্ঞাপন

বেলা ১১টা থেকে ‍দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম পাশ নম্বর ৩৩ নির্ধারণ করা হয়েছে।

বুধবার কুবি প্রশাসন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য বিধিনিষেধ বিষয়ে ১৪টি নির্দেশনা দিয়েছে। এতে কেন্দ্রে শুধু পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে। অভিভাবকদের কোনো অবস্থাতেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ, আগামী ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন