আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়ি ক্যারাভ্যানে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি কাদিরপুর এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেল করে একদল যুবক গাড়িটির ওপর হামলা চালায়। একইসাথে ব্যাপক ভাঙচুর করা হয় গাড়িটি৷ হামলায় প্রচার গাড়িতে থাকা ২ জন আহত হয় বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল বলেন, হামলার ঘটনার বিষয়ে খুঁজ নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন