আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণসংযোগকালে আসলাম চৌধুরী

দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে সীতাকুণ্ড

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে সীতাকুণ্ড

সাগরঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাঁশবাড়ীয়া এবং শিল্পসমৃদ্ধ সোনাইছড়িকে ঘিরে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা গেলে সীতাকুণ্ড শুধু চট্টগ্রাম নয়, বরং সারা দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসনটির বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে বাঁশবাড়ীয়া এবং বিকেলে সোনাইছড়িতে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আসলাম চৌধুরী বলেন, সাগরবেষ্টিত বাঁশবাড়ীয়ায় রয়েছে অপার পর্যটন সম্ভাবনা। আধুনিক ও পরিবেশবান্ধব পরিকল্পনার মাধ্যমে পর্যটনখাতে বিনিয়োগ বাড়ানো গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি হবে গতিশীল। পর্যটন হতে পারে ব্লু ইকোনমির অন্যতম শক্তিশালী উপাদান।

তিনি বলেন, সোনাইছড়ির শিপইয়ার্ড ও কলকারখানাগুলো সীতাকুণ্ড তথা জাতীয় অর্থনীতির চালিকাশক্তি। এই শিল্পগুলোকে পরিবেশবান্ধব নীতিমালার আওতায় আধুনিকায়ন করা গেলে শিল্প ও পরিবেশ, দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা সম্ভব হবে।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সীতাকুণ্ডকে একটি কর্মমুখর শিল্প ও পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। শিল্পে বিনিয়োগ বাড়লে বেকারত্ব কমবে, আর বেকারত্ব কমলে সামাজিক অপরাধও স্বাভাবিকভাবে হ্রাস পাবে বলেন তিনি।

পর্যটন উন্নয়নের রূপরেখা তুলে ধরে আসলাম চৌধুরী বলেন, উন্নত সড়ক যোগাযোগ, নিরাপদ আবাসন, পর্যটনবান্ধব অবকাঠামো এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সীতাকুণ্ডে একটি টেকসই পর্যটন বিপ্লব সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন